রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
¶ মানব ধর্ম
••• রবিন হাসান
আমি কে? এমন জাতের প্রশ্ন কেন করো,
মানব ধর্মই আমার পরিচয়, তুমি কি তা জানো?
বিপুলা এ পৃথিবীর বুকে অনন্ত নয় কেউ,
মানব ধর্মের পতাকা উড়াই, সিন্ধুতে জাগে ঢেউ।
দেখোনি কি তুমি?
পৃথিবীর অসুখে, লড়েছে সবাই দলে দলে,
হাতে হাত রেখে নির্ভীক প্রাণে।
করেছে কি তারা ধর্মের ভেদ?
সংগ্রামে আর সাহসে এক হয়ে তারা লড়েছে,
আলোর মশাল উজ্জ্বল তেজ রিক্ত হস্তে জ্বেলেছে।
শতকে শতকে কেন এ বিভেদ,
রক্ত তো মোদের সবারই লাল,
ধর্মের বিভেদ শেষ হলো বলে,
আজ নয়তো কাল।
মানব ধর্মের কেতন উড়বে,
মিলবে সবাই দলে দলে,
মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম
ধর্মের দোহাই যেন না থাকে কোনো কালে।
লেখক: রবিন হাসান
শিক্ষার্থী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া